ডাচ্-বাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং সংক্রান্ত USSD মেনুতে যাওয়ার জন্য প্রথমে মোবাইল থেকে *322# ডায়াল করুন। তারপর নিম্মোক্ত মেনু হতে Payment করার জন্য 1 টাইপ করে SEND দিন।
নিম্মোক্ত মেনু হতে Bill Pay করার জন্য 1 টাইপ করে SEND দিন
নিম্মোক্ত মেনু হতে Self করার জন্য 1 টাইপ করতে হবে
নিম্মোক্ত মেনু হতে Enter Biller ID এ 2347 টাইপ করে SEND দিন
নিম্মোক্ত মেনু হতে Enter Bill Number এ আবেদনকারীর মোবাইল নাম্বার টাইপ করে SEND দিন।
নিম্মোক্ত মেনু হতে Enter Amount এ টাকার পরিমাণ ৬০০/- টাকা টাইপ করে SEND দিন।
নিম্মোক্ত মেনু হতে Enter Your PIN এ মোবাইল ব্যাংকিং একাউন্ট এর 4 সংখ্যার PIN নাম্বার দিন । এরপর Transaction ID সম্বলিত একটি ফিরতি SMS পাবেন।
SMS এ পাওয়া Transaction ID যথাযথ ও নির্ভুলভাবে admission.ciet.ac.bd ওয়েব সাইটের আবেদন বাটনে কিক্ল করে নিমোক্ত বক্সে প্রদানপূর্বক আবেদন ফরম পূরণের প্রক্রিয়া শুরু করা যাবে।